লক্ষ্মীপুরে মোটর যান অধ্যাদেশের আওতায় অভিযান চালিয়ে ৯ গাড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৈধ কাগজ ও চালকদের লাইসেন্সসহ বিভিন্ন অভিযোগে গাড়ির মালিকদের কাছ থেকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় বৈধ কাগজপত্রধারী চালকদের অভিনন্দন জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারীরা।
সোমবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মুস্তফা। এ সময় লক্ষ্মীপুর বিআরটিএ মোটর যান পরিদর্শক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মুস্তফা জানান, গত সপ্তাহে জেলা শহরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। এর ধারাবাহিকতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সড়কে যাতায়াতকারী বিভিন্ন ধরনের যানবাহন ও চালকের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। যানবাহনের বৈধ কাগজপত্র সঙ্গে না থাকায় ৯টি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের ৪ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।