বাল্যবিয়ের অপরাধে বর ও কনের পিতার কারাদণ্ড

কুষ্টিয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম | 2023-08-29 16:51:33

কুষ্টিয়ার ভেড়ামারায় বাল্যবিয়ের অপরাধে বর মো.তুষার আলী (৩০) ও কনের বাবা মো.রুহুল আমিনকে (৫০) এক বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া বরের বাবাকে ২০ হাজার, আয়োজক কনের মামা বাহাদুরপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. হাসান আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলের দিকে ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত এ জেলজরিমানা করেন । ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না বলে কনের মা মুচলেকা দেন।

ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মিয়া জানান, সোমবার বিকেলের দিকে গোপন সংবাদ পাওয়া যায় ভেড়ামারা উপজেলার গাছিয়া দৌলতপুর মডেলপাড়া এলাকার অষ্টম শ্রেণির ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে বর ও কনের বাবাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ছেলের বাবাকে ২০ হাজার ও কনের মামাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাল্যবিবাহ নির্মূলে ভেড়ামারা উপজেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ, তাই এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর