তিস্তায় পাথর উত্তোলন, ৪ জনের কারাদণ্ড

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪ | 2023-09-01 19:58:27

তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের দায়ে লালমনিরহাটের হাতীবান্ধার ৪ শ্রমিকের ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এর আগে সন্ধ্যায় তিস্তার তীরবর্তী উপজেলা গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকা থেকে তাদের আটক করেন হাতীবান্ধা থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও হাতীবান্ধার (ইউএনও) সামিউল আমিন এ রায় প্রদান করেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন,পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের আব্দুর জব্বারের ছেলে মাহাতাব হোসেন (৫০), আব্দুল হকের ছেলে আব্দুল হামিদ (৪৮), আবুল হোসেনের ছেলে গোলাম রব্বানী (৪০) ও জহর উদ্দিনের ছেলে আজিবর রহমান (৪৫)।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত (ওসি) ওমর ফারুক জানান, দীর্ঘদিন থেকেই তিস্তা নদীতে অবৈধ শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা নদীতে অবৈধ বালু উত্তোলনের স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় চারজনকে আটক করে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সামিউল আমিন প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সম্পর্কিত আরও খবর