আশুগঞ্জে সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম | 2023-09-01 08:10:16

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের সিনগ্যাস কমপ্রেসারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্লান্টের বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।

বুধবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ সময় কারখানার ভেতরে যেতে সাংবাদিকদের বাধা দেওয়া হয়।

কারখানা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েকদির আগ থেকেই কারখানাটির অ্যামেনিয়া প্ল্যান্টের সিনগ্যাস কমপ্রেসারে ত্রুটি দেখা দেয়। এটি মেরামত করার জন্য কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। বুধবার বিকেল সাড়ে ৩টার সময় কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের দ্বিতীয় তলায় কাজ করার সময় সিনগ্যাস কমপ্রেসারে অতিরিক্ত তাপমাত্রার কারণে ও তেলের রিজার্ভার লিকেজ হয়ে আগুন ধরে যায়। আগুন কমপ্রেসারের চারদিকের ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কারখানা কর্তৃপক্ষ। সাংবাদিকরা আগুনের খবর সংগ্রহ করতে গেলে তাদের কারখানার ভেতরে যেতে বাধা দেওয়া হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. আওসাদ মিয়া বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।’

আশুগঞ্জ সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম আকন্দ জানান, কারখানার আগুন নিয়ন্ত্রণে আছে। তেমন বেশি ক্ষয়ক্ষতি হয়নি। নাশকতা কিনা তা খতিয়ে দেখা হবে।

তবে সাংবাদিকদের ভেতরে যেতে না দেওয়া দুঃখজনক বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর