সুন্দরবনে মাছ ধরার পাস নিয়ে হরিণ শিকার!

বাগেরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট, বার্তা২৪.কম | 2023-08-27 06:24:09

সুন্দরবনে মাছ ধরার পাস নিয়ে হরিণ শিকার করছে কতিপয় কিছু জেলে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোরে সুন্দরবনের কাগাখাল এলাকায় মাছ ধরার পাস নিয়ে একটি হরিণ শিকার করে তা জবাই করেছে ৩ জেলে।

ওই তিন জেলে হলেন- এখলাছ হাওলাদার (৩৫), ইলিয়াছ হাওলাদার (৩২) ও ইয়াছিন হাওলাদার। তাদের বাড়ি মংলার মিঠাখালী ইউনিয়নের দক্ষিণ চাঁদপাই গ্রামে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ক্যাম্পের ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, ওই তিন জেলে মাছ ধরার পাস নিয়ে সুন্দরবনের ভেতরে যায়। তবে তারা মূলত এই মাছ ধরার আড়ালে হরিণ শিকার করে। আজ সকালে বনের কাগাখালের ভারানীতে অবস্থান নিয়ে তারা একটি হরিণ শিকার করে তা জবাই করে। এ সময় ওই এলাকায় টহলরত বনরক্ষীরা তাদেরকে ধাওয়া করলে তারা বনের ভেতরে পালিয়ে যায়।

বনরক্ষীরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি জবাইকৃত হরিণ, ২শ হাত লম্বা নাইলন সুতার ফাঁদ ও ১টি নৌকা উদ্ধার করে। পরে ৫৬ ইঞ্চি লম্বা, ৩৬ ইঞ্চি চওড়া ও ৩১ ইঞ্চি উচ্চতার জবাইকৃত হরিণটি বাগেরহাট-১ আদালতে পাঠানো হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের উপস্থিতিতে সুরতহাল সম্পন্ন করে তা মাটিচাপা দেয়া হয়।

এ ঘটনায় ওই তিনজনের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ইসমাইল হোসেন।

এ সম্পর্কিত আরও খবর