অতিরিক্ত রেখে যান, প্রয়োজনে নিয়ে যান

কুষ্টিয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম | 2023-08-23 23:03:33

‘অতিরিক্ত রেখে যান, প্রয়োজনে নিয়ে যান’ সাধারণ মানুষের উদ্দেশে এমনটাই আহ্বান জানাচ্ছে মানবতার দেয়াল। এই দেয়ালে টাঙানো হ্যাঙ্গারে যে কেউ তার অপ্রয়োজনীয় কাপড় রেখে যেতে পারবেন, আবার শীতার্ত ও দরিদ্র যে কেউ নিজের প্রয়োজনে এখান থেকে কাপড় সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে চোখে পড়ে এমনই এক মানবতার দেয়াল।

জানা গেছে, কেউ বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের অপ্রয়োজনীয় কয়েকটি কাপড় এখানে রেখে যাচ্ছেন সমাজের দরিদ্র বা নিম্নবিত্তদের জন্য।

ভেড়ামারার মানবতার দেয়ালের অন্যতম উদ্যোক্তা মো. আসাদুজ্জামান আসলাম ও শেখ ফারুক আহম্মেদ। তারা বলেন, ‘আমরা নিজের অপ্রয়োজনীয় পোশাক রেখে আসব প্ল্যাটফর্মের ওই দেয়ালে, আর হতদরিদ্র কেউ হয়তো সেই পোশাক গায়ে দেবে। সামান্য এই উপকারে তাদের ঠোঁটের কোণে ফুটে উঠবে আলতো হাসির রেখা।’

স্থানীয় সাংবাদিক আল মাহাদী বলেন, ‘দেয়ালে লেখা আছে- মানবতার দেয়াল, আমার ভালোবাসা বাঁচুক তোমার বুকে। বিষয়টি সত্যি অসাধারণ। দেয়ালে কোনো মমতাজ-শাহজাহান বা লাইলী-মজনুর নাম লেখা না থাকলেও এই লেখাগুলো ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র। এখনো এই পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে।’

উদ্যোক্তা শেখ ফারুক আহম্মেদ বলেন, ‘যাকে দিলাম, সে আমাকে চিনল না, আমিও তাকে চিনলাম না। কিন্তু হৃদয়ের উষ্ণতা ছড়িয়ে গেল, আমার ভালোবাসা বাঁচুক তার বুকে। মূল কথা হল- ব্যক্তি যখন সংগঠিত হয় তখন বড় বড় সমস্যা সহজেই উতরে যাওয়া সম্ভব হয়। আমরা কয়েকজন তরুণ এই উদ্যোগ হাতে নিয়েছি।’

এই উদ্যোগে মো. নাসির উদ্দিন স্বপন, তানজীল হাসান রুপম, রেজা জহুর হোসেন মিঠু, মো. কামাল হোসেন, মো. মানিক মিয়াসহ বেশ কয়েকজন তরুণ ভূমিকা রেখেছেন।

ভেড়ামারা উপজেলার ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, কিছু তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এলাকার লোকজন। বাসার অপ্রয়োজনীয় জিনিসপত্র এখন স্থান পাচ্ছে ‘মানবতার দেয়ালে’। শীতের সঙ্গে যুদ্ধে হতদরিদ্রদের সামনে ঢাল হয়ে থাকুক মানবতার দেয়াল। আনাচে-কানাচে আরও দেয়াল গড়ে উঠুক। ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে যাক দূর-দূরান্তে।

এ সম্পর্কিত আরও খবর