ঝালকাঠিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠি, দেশের খবর

দৌড়-প্রতিযোগিতা-অনুষ্ঠিত | 2023-08-26 02:17:33

ঝালকাঠির নলছিটি উপজেলার বারইকরণ গ্রামে শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বারইকরণ গ্রামের কাপুড়িয়া বাড়ি সংলগ্ন একটি মাঠে অনুষ্ঠিত এ  প্রতিযোগিতা দেখতে শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।

খেলা শুরু হলে মাঠের চারদিকে দর্শকের মাঝে আনন্দ ছড়িয়ে পরে। দর্শকের মুহুর্মুহু করতালি আর উৎসাহের চিৎকারে অন্যরকম আনন্দ বয়ে যায়। এ যেন চিরায়ত বাঙালির চিরচেনা মিলন মেলা। শিশু যুবক বৃদ্ধসহ খেলা উপভোগ করতে আসেন নারীরাও।

খোলা আকাশের নিচে এমন আনন্দ বার বার পেতে চান তারা। চমৎকার এ আয়োজন দেখে খুশি এখানকার দর্শকরা। প্রতিযোগিতাকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলা। ঘোড়দৌড় প্রতিযোগিতা কাঁঠালিয়া উপজেলা সদরের রাজা সিকদারের ঘোড়া প্রথম হয়েছেন।

ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক পুলক সাহা ও জহির খান জানান, গ্রামীণ ঐহিত্যকে টিকিয়ে রাখতে তাদের এই আয়োজন। দর্শকদের আনন্দ দেয়ার কথা মাথায় রেখে ভবিষ্যতেও এধরনের আয়োজন করার কথা জানান তারা।

এদিকে, নলছিটি উপজেলার বাঘমারা মাঠে নাংগুলী-বৈচুন্ডি যুব সমাজের আয়োজনে শুক্রবার গ্রামবাংলার বিলুপ্তপ্রায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেনের ঘোড়া প্রথম হন। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে গত কয়েক বছর ধরেই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

 

এ সম্পর্কিত আরও খবর