‘গ্রামের মানুষ শহরের সুযোগ-সুবিধা পাবে’

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝিনাইদহ, বার্তা২৪.কম | 2023-08-29 16:38:08

গ্রামের মানুষকে শহরের নাগরিক সুবিধা দেওয়ার জন্য কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

তিনি বলেছেন, ‘গ্রাম যদি শহর হয় তাহলে গ্রাম নষ্ট হয়ে যাবে। গ্রামের একটি নিজস্ব ঐতিহ্য আছে, কৃষ্টি আছে, সংস্কৃতি আছে, নির্মল বাতাস আছে। এটা কিন্তু নষ্ট করা যাবে না। তাই বলা হচ্ছে গ্রামের মানুষ শহরের সকল নাগরিক সুযোগ সুবিধা পাবে। ইতোমধ্যে এ নিয়ে মিটিং হয়েছে। কর্মপরিকল্পনা বিশ্লেষণ ও যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রীকে জানিয়ে আমরা কাজ শুরু করব।’

শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলে, ‘এটা নিশ্চিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করে দেখান। তিনি গতবার বলেছিলেন শতভাগ বিদ্যুতায়ন করা হবে, বাংলাদেশকে ডিজিটাল করা হবে। তিনি তা করে দেখিয়েছেন। তাই গ্রামের মানুষকে শহুরে সুযোগ সুবিধা দেওয়ার জন্য পর্যাপ্ত বাজেট আছে। এটাও তিনি বাস্তবায়ন করবেন।’

এর আগে তিনি ঝিনাইদহ পৌরসভা ও পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর