চৌহালীর চেয়ারম্যান পদে আ’লীগের তিন প্রার্থী

সিরাজগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ, বার্তা২৪.কম | 2023-09-01 23:19:24

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ভোটে তিনজন চূড়ান্ত হয়েছেন। এদের মধ্যে একজনকে মনোনয়ন দেবেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এই তিন মনোনয়নপ্রত্যাশী হলেন- চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকার, যুগ্ম সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র অ্যাডভোকেট নিখিলেশ ঘোষ নিখিশ৷

গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকালে দলের উপজেলা কার্যালয়ে সাত ইউনিয়নের ২১৫ জন নেতাকর্মী ভোট দেন। চেয়ারম্যান পদে ফারুক সরকার ১১৯ ভোট পেয়ে প্রথম স্থানে আছেন। দ্বিতীয় অবস্থানে আছেন তাজউদ্দিন আহম্মেদ, পেয়েছেন ৯৩ ভোট। সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট নিখিলেশ ঘোষ নিখিশ সম্ভাব্য তৃতীয় প্রার্থী হিসাবে দলের মনোনয়ন প্রত্যাশা করছেন।

এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার ১১৩ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তার ১০৯ ভোট পেয়ে তৃণমূলের নির্বাচনে বিজয়ী হয়েছেন।

চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু নজির মিয়ার সভাপতিত্বে ভোটগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল।

 

এ সম্পর্কিত আরও খবর