আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমরা শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা যা বলি তা কাজে পরিণত করি।’
শনিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জের শহরলাল মাহাতো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবরের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পলক আরও বলেন, ‘প্রতিটি সেবাকে দুর্নীতি মুক্ত করা হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে বর্তমানে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি, মাদক আর সঙ্গে যুক্ত হয়েছে সন্ত্রাস-জঙ্গিবাদ। আপনারা জানেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে।’
ওই প্রতিষ্ঠানের সভাপতি শ্রী কৃষ্ণচন্দ্র মাহাতোরের সভাপতিত্বে বক্তব্য দেন- রায়গঞ্জ-তাড়াশ-৩ এর সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, এডিসি শফিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমান, নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো প্রমুখ।