আগুনে পুড়ে গেছে ৩ দোকান

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪.কম | 2023-08-24 14:44:49

পটুয়াখালী শহরের কালীবাড়ি রোডে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ওই এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। মুহূর্তে তা পাশে ছড়িয়ে পড়ে সান টেইলার্স, নন্দিনী টেইলার্স ও চয়েস টেইলার্স পুড়ে যায়। পরে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সম্পর্কিত আরও খবর