মোরগ লড়াইয়ে সরোয়ারের স্বপ্ন দেশসেরা

চাঁদপুর, দেশের খবর

মনিরুজ্জামান বাবলু, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর, বার্তা২৪.কম | 2023-08-22 12:14:15

দারিদ্রতাকে জয় করে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও সাফল্য বয়ে আনা যায়। সেই স্বপ্ন দেখছে চাঁদপুরের দক্ষিণ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সরোয়ার হোসেন। সে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

ইতোমধ্যে জেলা আন্তঃপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় মোরগ লড়াইয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে সরোয়ার। আগামী ৬ ফেব্রুয়ারি বিভাগীয় আন্তঃপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় চট্টগ্রাম পিটিআই মাঠে মোরগ লড়াইয়ে অংশ নেবে ক্ষুদে এই শিক্ষার্থী।

সরোয়ার হোসেন হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বেপারী বাড়ীর মৃত আবদুর রাজ্জাকের ছোট ছেলে। পরিবারে মা ও আরও দুই ভাই রয়েছে। প্রথম শ্রেণী থেকেই সরোয়ারের লেখাপড়ার দায়িত্ব নেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু তাহের লিটন ভূঁইয়া ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

খেলার বিষয়ে শিক্ষার্থী সরোয়ার হোসেন বলে, ‘আমি দেশসেরা হতে চাই। আমরা গরিব। পড়া-লেখার পাশাপাশি খেলাধুলায় ভাল করতে চাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘সরোয়ার হোসেন মোরগ লড়াইয়ে সব সময় চ্যাম্পিয়ন হয়। তার এই বিশেষ কৃর্তিত্ব বিদ্যালয়ের সুনাম বয়ে আনছে। ইতোমধ্যে সরোয়ার পৌরসভা ও উপজেলায় মোরগ লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়। তারপর জেলায় অংশ নিয়েও আট উপজেলার মধ্যে সরোয়ার হোসেন চ্যাম্পিয়ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিদ্যালয় সভাপতির খরচায় আগামী ৬ ফেব্রুয়ারি বিভাগীয় মোরগ লড়াই প্রতিযোগিতায় অংশ নেওয়া হবে।’

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু তাহের লিটন ভূঁইয়া বলেন,‘বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও উৎসাহ দিয়ে আসছি। এতে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি ও লেখাপড়ার মান বৃদ্ধি পায়।’

উল্লেখ্য, হাজীগঞ্জ পৌরসভার দক্ষিণ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ সালে পিইসি পরীক্ষায় শতভাগ সফলতা ও ১৬ জন এ প্লাস পেয়েছে। বর্তমানে ২১৩ জন শিক্ষার্থী এই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করছে।

এ সম্পর্কিত আরও খবর