গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ৩

ময়মনসিংহ, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর, বার্তা২৪.কম | 2023-08-31 22:39:32

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুতায়িত হয়ে মাহবুব মিয়া (২৫) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন আহত হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখোরিয়া গ্রামে পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের সময় এই ঘটনা ঘটে। নিহত মাহবুব নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুনিহাটি গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন আহত হয়েছে আরও তিনজন বিদ্যুৎ শ্রমিক। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা সবাই কেন্দুয়া উপজেলার বাসিন্দা।

স্থানীয় ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, সোমবার সকালে অচিন্তুপুর ইউনিয়নের মুখোরিয়া গ্রামে পল্লী বিদ্যুতের নতুন খুঁটি স্থাপনের কাজ চলছিল। এ সময় বিদ্যুতের এক খুঁটি থেকে অপর খুঁটিতে বৈদ্যুতিক তারের সংযোগ দেয়ার সময় বিদ্যুৎ শ্রমিক মাহবুব, নূরে আলম, শাহ আলম, ইমামুল বিদ্যুতায়িত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎ সঞ্চালন কাজের সুপারভাইজার ফজলুল হক বার্তা২৪.কমকে বলেন, 'বিদ্যুৎ সঞ্চালন কাজের সময় আমারা সংযোগ শাট ডাউন করে নেই। কিন্তু শনিবার মুখোরিয়া গ্রামে বিদ্যুৎ সঞ্চালন লাইন শাট ডাউন দেয়ার আগেই শ্রমিকরা কাজে লেগে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।'

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ বার্তা২৪.কমকে বলেন, 'আমি একটি মিটিংয়ে আছি, দুর্ঘটনার বিষয়টি আপনার কাছ থেকেই জানলাম। বিদ্যুৎ সঞ্চালন কাজের সময় শাট ডাউন দিয়ে নিশ্চিত হয়ে তারপর কাজ করতে হয়। কিন্তু ওরা বিষয়টি নিশ্চিত না হয়ে কেনো কাজ শুরু করলো বিষয়টি আমার বোধগম্য নয়।'

গৌরীপুর থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান বার্তা২৪.কমকে বলেন, 'বিদ্যুৎস্পৃষ্টে ১জন নিহতের খবর পেয়ে আমরা হাসপাতালে এসে মরদেহের আইনি প্রক্রিয়ার কাজ করছি। তবে কেউ কোনো অভিযোগ দেয়নি।'

এ সম্পর্কিত আরও খবর