জাহালমের পুনর্বাসন রাষ্ট্রকেই করতে হবে: কাজি রিয়াজুল হক

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা ২৪.কম | 2023-08-09 19:08:43

ভুল আসামী হিসেবে প্রায় তিন বছর ধরে কারাগারে থাকা টাঙ্গাইলের জাহালম ওরফে জানে আলমের পুনর্বাসন রাষ্ট্রকেই করতে হবে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজি রিয়াজুল হক।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

কাজি রিয়াজুল হক বলেন, জাহালম ওরফে জানে আলমের মানবাধিকার চরম লংঘন করা হয়েছে। একটি তার জীবন পুরো লণ্ডভণ্ড করে দিয়েছে। যেহেতু এ ভুলের জন্য সে ক্ষতিগ্রস্ত তাই তার পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।

তিনি বলেন, আগের মতো জাহালমের পাশে সব সময় জাতীয় মানবাধিকার কমিশন থাকবে। তার যেকোনো আইনি হোক বা অন্যকোনো বিষয় হোক সব সময় তাকে সহযোগিতা করা হবে। প্রয়োজনে জাহালমের পুনর্বাসনের উদ্যোগ নিবে জাতীয় মানবাধিকার কমিশন।

জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলামসহ শীর্ষ কর্মকর্তারা।

উল্লেখ্য যে, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু দুদকের ভুলে সালেকের বদলে তিন বছর কারাগারে বন্দী ছিলেন টাঙ্গাইলের জাহালম ওরফে জানে আলম।

রোববার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে তাকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর