কৃষক বিদ্রোহ আন্দোলনের একমাত্র সাক্ষীর ইন্তেকাল

পাবনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা, বার্তা২৪ | 2023-08-30 21:51:44

উত্তরবঙ্গে প্রথম কৃষক বিদ্রোহ আন্দোলনের একমাত্র সাক্ষী পাবনার প্রবীণ সমাজ সেবক শতবর্ষী মাহাতাব উদ্দিন মালিথা আর নেই।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বার্ধক্যজনিত কারণে সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল ৯টায় বাংলাবাজার ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন তার মেঝো ছেলে আব্দুল মতিন। পরে আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, ব্রিটিশ শাসিত সময়ে তৎকালীন উত্তরবঙ্গের পদ্মা চরের প্রথম কৃষক বিদ্রোহ আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী নেতা ছিলেন ইসমাইল মালিথা। সে ইতিহাসের একমাত্র জীবন্ত সাক্ষী ছিলেন ইসমাইল মালিথার ভাতিজা মাহাতাব উদ্দিন মালিথা।

শতায়ু মরহুম মাহাতাব উদ্দিন মালিথা সৎ ও সজ্জন মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

 

এ সম্পর্কিত আরও খবর