কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল ধ্বংস

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নোয়াখালী, বার্তা২৪ | 2023-08-09 18:58:26

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাটকা সংরক্ষণ আইনের অধীনে কম্ভিং অপারেশনে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল, দুইটা বিহিন্দিজাল, দুইটা চরঘিরা জাল ও একটা মশারি জাল ধ্বংস করা হয়েছে। সরঞ্জামসহ যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

সোমবার ও মঙ্গলবার (৪ ও ৫ ফেব্রুয়ারি)  উপজেলার চরএলাহী ও মুছাপুর ইউনিয়ন, সন্দ্বীপ চ্যানেলের মোহনা এবং ছোট ফেনী নদীতে এ অপারেশন করা হয়।

কোস্টগার্ডের সমন্বয়ে এ অপারেশন পরিচালনা করেন, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ বজলুর রশিদ, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ মেতালেব হোসন ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দীন খন্দকার জানান, অবৈধভাবে ব্যবহৃত এসব জাল জব্দ করার পর মৎস্য সংরক্ষণ আইন ১৯৮৫ সালের ৩নং সেকশনের ১৩ নং বিধি মোতাবেক তা ধ্বংস করা হয়েছে। তবে অপারেশনের টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় আদালত কাউকে আটক বা জরিমানা করতে পারেনি।

উল্লেখ্য, ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত জাটকা নিধন বন্ধে ও অবৈধ কারেন্টজাল ব্যবহারের বিরুদ্ধে যৌথ অভিযানের অংশ হিসেবে এই অপারেশন পরিচালনা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর