শ্রীপুরের শিশু পল্লী প্লাসের ৩০ বছর

গাজীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 23:43:27

প্রতিষ্ঠার ৩০ বছর পূর্ণ করল অনাথ শিশুদের আশ্রম গাজীপুরের শ্রীপুরের শিশু পল্লী প্লাস। এ উপলক্ষে বুধবার (৬ জানুয়ারি) দুপুরে শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামে প্রতিষ্ঠানটির চত্বরে নানা আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।

শিশু পল্লী প্লাসের প্রতিষ্ঠাতা পেট্রেসিয়া কার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ্রমের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্রিটিশ নাগরিক ত্রিসা সেলভেস্টার, সদস্য ডেরেক পালমার, টকিং সাইন্সের প্রবর্তক ওয়েলকাম স্পিস, লেডি সু টিউনি ফ্লিক, গাজীপুর জেলা সমাজসেবক বিভাগের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার প্রমুখ।

জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, ‘অনাথ মা ও শিশুদের আশ্রয় দিয়ে পেট্রেসিয়া কার যে মানবিকতা আমাদের দেখিয়েছেন তার চর্চা এখন সবাইকে করতে হবে। আদর্শ জাতি গঠনে অসহায় মানুষের কল্যাণে আত্বনিয়োগ করতে হবে।’

মানবিক এ কাজের স্বীকৃতি স্বরূপ আশ্রমের প্রতিষ্ঠাতা ব্রিটিশ নাগরিক পেট্রেসিয়া কারকে ইতোমধ্যে বাংলাদেশ সরকার সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ব্রিটিশ নাগরিক তৎকালীন ব্রিটিশ এয়ারওয়েজের কর্মকর্তা পেট্রেসিয়া কার গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামে এই শিশু পল্লী প্লাস প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৫৫০ জন মা ও অনাথ শিশুকে আশ্রয় দিয়ে মানবিকতার নিদর্শন গড়েছেন তিনি। এখানে বিনামূল্যে মা ও শিশুদের আশ্রয়ের পাশাপাশি লেখাপড়া ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা হয়।

এ সম্পর্কিত আরও খবর