গর্ভবতী গাভি জবাই করে মাংস বিক্রি, লাইসেন্স স্থগিত

ঝালকাঠি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝালকাঠি, বার্তা২৪.কম | 2023-08-21 10:46:23

রুগ্ন, অসুস্থ ও গর্ভবতী গাভি জবাই করে মাংস বিক্রির অভিযোগে ঝালকাঠি পৌর শহরের দুই ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করা হয়েছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের লাইসেন্স বাতিল করেন ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

অভিযুক্তরা হলেন- ওই শহরের মাংস ব্যবসায়ী আবদুস ছত্তার ও মো. জসিম মুন্সি।

জানা যায়, আজ রুগ্ন, অসুস্থ ও গর্ভবতী একটি গাভিকে জবাই করে ঝালকাঠি পৌর শহরের মাংস বিক্রেতারা (কসাই)। পরে তারা ওই গাভির মাংস বাজারে বিক্রি করছিল। বিষয়টি জানাজানি হলে পৌরসভা কর্তৃপক্ষের তদন্তে দুই মাংস বিক্রেতার নাম উঠে আসে।

ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার জানান, একটি গর্ভবতী গাভিকে জবাই করে মাংস বিক্রির অভিযোগে দুইজনের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর