বার্তা২৪.কম-এ সংবাদ প্রকাশ: বিদ্যালয়ের মাঠ থেকে নির্মাণ সামগ্রী অপসারণ

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪.কম | 2023-08-22 13:23:39

অবশেষে সেই কাজিরহাট বানীনগর সরকারই প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে রাস্তা নির্মাণের সামগ্রী অপসারণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

বুধবার(৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা প্রকৌশলীর চাপের মুখে নির্মাণ সরঞ্জামাদি সরিয়ে নিতে বাধ্য হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাবু ট্রেডার্স। এতে শিক্ষার পরিবেশ ফিরে এসেছে বিদ্যালয়টিতে।

এর আগে গত সোমবার (৫ ফেব্রুয়ারি) দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কম-এ ‘বিদ্যালয়ের মাঠে রাস্তা নির্মাণের সামগ্রী, ঝুঁকিতে শিক্ষার্থীরা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের একদিনের মধ্যেই বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তৎপরতা শুরু হয়। বুধবার নির্মাণ সামগ্রী সরিয়ে দেয়া হয়।

ওই বিদ্যালয়ের শিক্ষকরা জানান, গতকাল মঙ্গলবার রাস্তা নির্মাণ সামগ্রী বিদ্যালয়ের মাঠে রেখে বিটুমিন পোড়ানোর সময় দুর্গন্ধে ও কালো ধোঁয়ায় ক্লাসেও বসতে পারে না বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা। এমনকি বিদ্যালয়ের মাঠে সড়কের নির্মাণ কাজের সামগ্রী নষ্ট হবে দেখে খেলাধুলা ও শরীর চর্চা করতে দেন নি ঠিকাদার। ঠিকাদারকে অনেক নিষেধ করার পরেও তারা রাস্তা নির্মাণের সামগ্রী রেখে বিদ্যালয়ের দুটি কক্ষ জোরপূর্বক দখল করে নেন।

বানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বার্তা২৪.কম কে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, 'রাস্তা নির্মাণের সামগ্রী সরিয়ে নেয়াতে শিক্ষার্থীরা অনেক খুশি হয়েছে।'                                                                                                                                                             

সড়ক নির্মাণ কাজের ঠিকাদার সাবু মিয়া বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠানে রাস্তা নির্মাণের সামগ্রী রাখা যাবে না সেটি বুঝতে পারে নি। বার্তা২৪.কম এর সংবাদ দেখার পর তা সরিয়ে নিয়েছি।'

উপজেলা প্রকৌশলী সুলতান মাহবুব বলেন, 'বিদ্যালয়ে রাস্তা নির্মাণ কাজের সামগ্রী রাখার বিষয় জানার পর ঠিকাদার সাবু মিয়াকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি। বিশেষ করে বার্তা২৪.কম কে ধন্যবাদ তারা সংবাদ প্রকাশ না করলে জানতে পারতাম না।'

এ সম্পর্কিত আরও খবর