গাইবান্ধায় বিদ্যালয় ভাঙচুরে প্রতিবাদ শিক্ষার্থীদের

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪ | 2023-09-01 04:40:04

গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও প্রধান শিক্ষকের মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচী অব্যাহত রেখেছে শিক্ষার্থীবৃন্দ। এরই অংশ হিসেবে বুধবার (৬ ফেব্রুয়ারি) শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

এসময় বক্তরা বলেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা অভিযোগ এনে তাকে পুলিশে সোপর্দ ও বিদ্যালয়ে হামলা ও ভাঙচুর করে। অবিলম্বে ভাঙচুরকারীদের শাস্তি ও প্রধান শিক্ষককে মুক্তি দেয়া হোক। অন্যথায় আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাত পৌনে ৮ টার দিকে বিদ্যালয় কক্ষে এক ছাত্রীর সাথে প্রধান শিক্ষক অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা অফিস কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও ওই ছাত্রীকে থানায় নিয়ে আসে। রাতেই ছাত্রীকে তার পিতার জিম্মায় দেয়া হয় এবং পরদিন ওই প্রধান শিক্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

 

এ সম্পর্কিত আরও খবর