অজ্ঞাত গ্যাসে ব্যাংকের ১২ কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 20:52:41

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্রণী ব্যাংকের শাখার ব্যবস্থাপকসহ ১২ কর্মকর্তা-কর্মচারী অজ্ঞাত গ্যাসে আক্রান্ত হয়ে উপজেলা স্বস্থ্যকেন্দ্রে চিৎকিসা নিয়েছেন।

এর মধ্যে সাত কর্মকর্তা-কর্মচারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) বিকাল ৫টার দিকে হঠাৎ করেই ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ সকল কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। ঘটনার সময় গার্ড মধুসুধন কিছুটা সুস্থ ছিলেন। তখন তার চিৎকারে পাশ্ববর্তী সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এসে তাদের হাসপাতালে নেন।

কোটালীপাড়া হাসপাতালে ভর্তিকৃতরা হলেন- শাখা ব্যবস্থাপক স্বপন মালাকার (৫০), কর্মকর্তা রিপন বাড়ৈ (৩৩), ক্যাশ কর্মকর্তা তন্ময় বিশ্বাস (৩২), মিল্টন মন্ডল (৩৩), গার্ড মধুসুদন স্বর্ণকার (২৫), মহান্দ রায় (৩৫) ও উজ্জ্বল বৈদ্য (২২)।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রেমানন্দ মন্ডল জানিয়েছেন, অগ্রণী ব্যাংকের ১২ কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি সাত জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত গ্যাসে আক্রান্ত হয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অসুস্থ হয়েছেন। তবে এখন পর্যন্ত ব্যাংক থেকে কিছু খোয়া গেছে কিনা জানা যায়নি।

অগ্রণী ব্যাংকের গোপালগঞ্জ অঞ্চলের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার হিরণম্ময় মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খবর পেয়ে গোপালগঞ্জ থেকে কোটালীপাড়ায় যাই। ব্যাংকের ভেতরে জেনারেটর চলছিল। জেনারেটর থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়ে অসুস্থের ঘটনা ঘটতে পারে।

এ সম্পর্কিত আরও খবর