রাজধানীর মিরপুর ১ নাম্বারে অস্ত্র ও মাদকসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ৪)।
বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৪'র সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।
সাজেদুল ইসলাম সজল বলেন, সন্ধ্যা রাতে মিরপুর ১ নাম্বারে মশিউর হোমিও হলের সামনে অভিযান চালিয়ে মনির (৪০) ও আজাদ (২৬) নামে দুজনকে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকায় বিভিন্ন জায়গায় বিক্রি করে তারা।
মাদক ব্যবসার কাজে বাধা প্রদানকারীদের আগ্নেয়াস্ত্র দ্বারা ভয়-ভীতি প্রদর্শন করে দীর্ঘদিন যাবৎ তারা ইয়াবা ব্যবসা করে আসছে।