দল মূল্যায়ন করলে জয়ী হবেন ইতি

নড়াইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম | 2023-08-25 01:03:47

নড়াইলে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। আর এই তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করার কথা রয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ ২৪ মার্চ।

এ উপলক্ষে ইতোমধ্যেই প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন। তারা ছুটে যাচ্ছেন কেন্দ্রীয় নেতাদের কাছে। চেয়ারম্যানদের পাশাপাশি বসে নেই ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

নড়াইলের লোহাগড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারহানা ইয়ানমিন ইতি বলেন, ‘সমাজের অবহেলিত-নির্যাতিত নারীদের পক্ষে কাজ করতে চাই। আমি সমাজ থেকে বাল্যবিয়ে ও যৌতুক নামক ব্যাধি দূর করতে কাজ করব।’

উপজেলা শহরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম বিল্লাল হোসেন সরদারের মেয়ে ও জেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক ইতি আরও বলেন, ‘আমি ২ বছর যাবৎ যুবমহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সব সময় জড়িত রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। দলীয় নেতা-কর্মীদের যেকোনো প্রয়োজনে পাশে থেকে দলকে সংগঠিত করে আসছি।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘দল আমাকে মূল্যায়ন করবে এবং দলীয় মনোনয়ন পেলে আমি জয়ী হব। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

এ সম্পর্কিত আরও খবর