নীলফামারীতে কৃষকদের নিয়ে পার্চিং উৎসব উদযাপন

নীলফামারী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নীলফামারী, বার্তা২৪.কম | 2023-09-01 08:47:23

‘ক্ষেতের মাঝে পুতুলে ঝিক, বসবে পাখি খাবে কীট’ এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে ধানের ক্ষেতে পোকা-মাকড় দমনের উদ্দেশ্যে পার্চিং উৎসব উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কৃষক মাঠ দিবসে এ উৎসবের উদ্বোধন করা হয়। পৌর শহরের বগুলাগাড়ী প্লান অফিস সংলগ্ন কৃষিজমিতে এবারের বোরো মৌসুমের পার্চিং উৎসবের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শাহ আলম।

নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কাশেম আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক মনিরুজ্জামান, নীলফামারী প্রশিক্ষণ অফিসার ওবায়দুর রহমান মণ্ডল, অতিরিক্ত উপ পরিচালক এনামুল হক, জলঢাকা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মাহফুজুল হক প্রমু্খ।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার শাহ মাহফুজুল হক বলেন, ‘বোরো ক্ষেতকে পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতেই এই পার্চিং পদ্ধতি খুবই কার্যকর৷ মাঠ দিবসের মাধ্যমে গোটা উপজেলার কৃষকদের এই পদ্ধতি ব্যবহার করার জন্য উৎসাহিত করব।’

পার্চিং উৎসবে জলঢাকা পৌর শহরের বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর