হবিগঞ্জের জীবনযাত্রা নিয়ে চলছে চিত্র প্রদর্শনী

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-23 20:17:46

‘ছবিকে ভালবাসি, ছবির মাধ্যমে বিশ্ব দেখি’, এই স্লোগানে হবিগঞ্জে চলছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ‘ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জ’ আয়োজিত এই প্রদর্শনীতে জেলাটির প্রকৃতি, পরিবেশ ও মানুষের জীবনধারা উঠে এসেছে।

৫৪ জন আলোকচিত্রীর ৬৪টি ছবি প্রদর্শিত হচ্ছে এতে। তাই দেখতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। প্রতি বছরই এমন আয়োজন আরও বড় পরিসরে করার প্রত্যাশা ব্যক্ত করেন এই দর্শনার্থীরা।

‘ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জ’ -এর সভাপতি জালাল আহমেদ জানান, হবিগঞ্জের প্রকৃতি, পরিবেশ ও জীবন ধারাকে গুরুত্ব দেয়া হয়েছে প্রদর্শনীতে। প্রতি বছরই স্বল্প পরিসরে এই প্রদর্শনী চলে। আগামীতে প্রদর্শনীকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এটি চলবে শনিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টা পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর