ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১৩০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের পক্ষ থেকে সাংবাকিদের এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে প্রাইভেটকারটি আটক করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার ফেলে চালকসহ অন্যান্যরা পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাজাঁ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়ায় গাড়ি থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের আটক করার জন্য চেষ্টা করা হচ্ছে।