ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর পশ্চিমপাড়ার শুক্কুর আলীর ছেলে সাত্তার মিয়া মাদক সেবনের আশায় নিজ বাড়িতে গাঁজা চাষ করেছিলেন। তার শখের গাঁজা বাগানে হানা দিলেন পুলিশ, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের তিন বাহিনীর সদস্যরা। জব্দ করা হয় বেশ কিছু গাঁজার গাছ।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নেতৃত্বে অংশ গ্রহণ করে পুলিশ ও আনসার বাহিনী। তবে এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির সকলেই পালিয়ে যায়। তাই কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সার্কেল অফিসের পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের ভাদুঘরে পশ্চিমপাড়ার শুক্কুর আলীর ছেলে সাত্তার মিয়ার বাড়িতে তিন বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির উঠানের পাশে বাগানে ও টবে চাষ করা সাড়ে ৩ ফুট উচু ২টি গাঁজা গাছ পাওয়া যায়। গোপনে বাড়ির মালিক সাত্তার মিয়া গাঁজা গাছগুলো চাষ করছিলেন।
এই সময় অভিযানের বিষয়ে আঁচ করতে পেরে বাড়ির সবাই পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা যায়নি। তবে পলাতকদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।