পটুয়াখালীর কলাপাড়ার দেবপুর লঞ্চঘাট সংলগ্ন রাবনাবাদ নদীতে ইট বোঝাই ট্রলার ডুবে সাইফুল ও নুর ইসলাম নামে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। ওই ট্রলারে মোট ৭ শ্রমিক ছিল। এদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা গেছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নদীতে মাছ ধরা জেলেরা শ্রমিকদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া শ্রমিক মাসুম, তোফাজ্জেল, রাসেল, মানিক ও নাসির জানান, কলাপাড়া থেকে গলাচিপা যাওয়ার পথে বালু বোঝাই বলগেট তাদের ট্রলারটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
চম্পাপুর ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।