কেন তামাক চাষে এত আগ্রহ কৃষকের?

কুষ্টিয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম | 2023-09-01 09:56:37

কুষ্টিয়ার আবাদি জমির সিংহ ভাগেই চলতি মৌসুমে তামাক চাষ হয়েছে। এ অঞ্চলে ব্যাপক হারে তামাক চাষ বেড়ে যাওয়ায় চলতি বোরো মৌসুমে ধানের আবাদ মুখ থুবড়ে পড়েছে। খরচ বেশি হওয়ায় বোরো ধান চাষে আগ্রহ হারিয়েছে কৃষকরা।

তবে কৃষি বিভাগ বলছে, তামাক চাষের কারণে বোরো আবাদের ওপর কোনো প্রভাব পড়বে না।

কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে কুষ্টিয়ায় ৩২ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। তবে এ পর্যন্ত কৃষকরা বোরো ধান চাষ করেছে মাত্র ১০ হাজার হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার অর্ধেকের কম।

এর বিপরীতে কুষ্টিয়ার বিস্তীর্ণ মাঠ জুড়ে প্রায় ১৩ হাজার হেক্টরেরও বেশি জমিতে ক্ষতিকর তামাক চাষ হয়েছে। এরমধ্যে দৌলতপুর উপজেলাতেই প্রায় অর্ধেক।

বোরো ধান চাষে বিঘা প্রতি ৫ হাজার টাকার বেশি খরচ হয়। তবে এতে উৎপাদন খরচ বাদ দিয়ে লাভ কম হয়। এছাড়া ধানের দাম কম হওয়ায় লাভের পরিবর্তে অনেক সময় তাদের লোকসানও গুনতে হয়। তাই তারা লাভজনক অর্থকরী ফসল ক্ষতিকর তামাক চাষেই বেশি ঝুঁকছে।

দৌলতপুর থানার বড়গাংদিয়া এলাকার কৃষক আব্দুল আলীম জানান, ধান চাষ করে লাভের পরিবর্তে অনেক সময় লোকসান গুনতে হয়। কিন্তু তামাক চাষে কখনো লোকসান হয় না। নগদ টাকায় তামাক বিক্রি হওয়ায় কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়।

রিফাইতপুর ইউনিয়নের হরিণগাছি গ্রামের কৃষক মজিবর রহমান জানান, বোরো আবাদ করলে সার, সেচ খরচই উঠে না। তাই কয়েক বছর ধরে তিনি তামাক চাষ করছেন। এবার তিন বিঘা জমিতে তামাকের চাষ করছেন। প্রতি বিঘায় ৮ থেকে ১২ হাজার টাকা খরচ হবে এবং এক বিঘা জমির তামাক ৪৫ থেকে ৫০ হাজার টাকায় বিক্রয় হবে।

একাধিক তামাক চাষি জানান, তামাক চাষে বীজ, সার, কীটনাশক ও পরিচর্যাসহ সকল ব্যয় বহন করে ‘তামাক উৎপাদনকারী’ কোম্পানিগুলো। ফলে কৃষকরা তামাক চাষে আসক্ত হয়ে পড়েছে।

কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভূতি ভুষণ সরকার জানান, তামাকের কারণে বেরো ধান চাষে কোন প্রভাব পড়বে।

এ সম্পর্কিত আরও খবর