সাভারের হেমায়েতপুরে প্রায় ৯০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। তাদের ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে মাদকের এই চালান আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- কবির আহমেদ ও মোহাম্মদ মিন্টু।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলাম সজল বার্তা২৪.কমকে বলেন, সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা থেকে প্রায় ৯০০ বোতল ফেনসিডিলের একটি চালান ঢাকায় প্রবেশ করছে, এমন একটি সংবাদের ভিত্তিতে হেমায়েতপুরে চেকপোস্ট বসান তারা। একাধিক গাড়ির তল্লাশির পর র্যাব ফেনসিডিল চালানের ওই গাড়িটি জব্দ করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ আটককৃতরা জানিয়েছে- তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে ঢাকায় ফেনসিডিল চালান দিয়ে আসছিল।