কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনা,আহত ২

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, নোয়াখালী, বার্তা২৪.কম | 2023-08-31 19:29:27

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রশিক্ষণ প্রাইভেটকারের ধাক্কায় ২ সিএনজি যাত্রী আহত হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) সকাল ৭টায় উপজেলার বসুরহাট বাজারের নিত্যানন্দ্য মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পরে আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হচ্ছে, উপজেলার চরকলমি গ্রামের আলমীর হোসেন (৪০), আরেক যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রশিক্ষণ প্রাইভেটকারটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজির দুই যাত্রী আহত হয়।

পরে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শিশির কুমার ঘটনাস্থল থেকে প্রশিক্ষণ প্রাইভেটকার আটক করে। তিনি দুর্ঘটনার সত্যতাও নিশ্চিত করেন।

এ সম্পর্কিত আরও খবর