আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়া জেলার ১২টি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। চেয়ারম্যান পদে ঘোষিত প্রার্থীর তালিকায় আটটিতে নুতন মুখ এবং চারটিতে পুরনোরাই রয়েছেন।
রোববার (১০ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপে প্রার্থী তালিকা ঘোষণার পর দলীয়কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাসের পাশাপাশি হতাশা ও চাপা ক্ষোভ দেখা গেছে। তবে বঞ্চিতরা এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খুলছেন না।
আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়া জেলার ১২টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান হতে আগ্রহী অনেকেই বেশ কিছুদিন প্রচার প্রচারাণা চালিয়ে আসছিলেন। অনেকেই আবার দলীয় মনোনয়ন পাওয়ার আগেই জেলা পরিষদ সদস্য এবং ইউনিয়ন পরিষদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
বগুড়ার ১২টি উপজেলায় মনোনয়নপ্রাপ্তরা হলেন- সদর উপজেলায় শাঁখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, সারিয়াকান্দিতে সাবেক সভাপতি অধ্যক্ষ মুনজিল আলী সরকার, সোনাতলায় জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এবং বগুড়া জেলা পরিষদের সদস্য মিনহাদুজ্জামান লিটন, শেরপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আদমদীঘিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, ধুনটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, গাবতলীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আযম খান, দুপচাঁচিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান, কাহালুতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নন্দীগ্রামে যুবলীগের সাবেক সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহ, শাজাহানপুরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ছান্নু।
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বার্তা২৪.কমকে বলেন, ‘কেন্দ্রের নির্দেশে একক প্রার্থীর তালিকা পাঠানো হয়েছিল। তারপরেও কেন্দ্র থেকে কিছু পরিবর্তন এনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে জেলা থেকে পাঠানো তালিকায় মাত্র তিনজন বাদ পড়েছেন।’