নড়াইল সদর উপজেলায় কে ওড়াবেন নৌকার পাল তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ইতোমধ্যে চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য ঢাকায় অবস্থান করছেন। নৌকা প্রতীক পাওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে ধরনা দিচ্ছেন প্রার্থীরা। জেলার চায়ের দোকান থেকে শুরু করে অফিস পাড়া সব জায়গায় চলছে আলোচনার ঝড়। কে হচ্ছেন নৌকার মাঝি?
জানা গেছে, নড়াইলে তৃতীয় ধাপে ৩ উপজেলায় অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। তবে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করলেও বিএনপিসহ ২০ দলীয় জোটের কোনো কার্যক্রম নেই।
দলীয় সূত্রে জানা গেছে, নড়াইল আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও দলীয় অভ্যন্তরীণ কোন্দল রয়েছে প্রকট। আর এ কারণে গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বিএনপির প্রার্থী বর্তমান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের কাছে পরাজিত হন। সদর উপজেলায় চেয়ারম্যান পদে এবারও নিজাম উদ্দিন খান নিলু দলীয় মনোনয়নের জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাব্য প্রার্থীদের তালিকায় প্রথম দিকে রয়েছেন নিজাম উদ্দিন খান নিলুর নাম।
সূত্র আরও জানায়, নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন ১৪ জন। নৌকার জন্য অধিকাংশ প্রার্থীই ঢাকায় অবস্থান করছেন। সকলেই নিজ নিজ অবস্থান থেকে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম নবী, বাংলাদেশ ইউপি চেয়ারম্যান সমিতির যুগ্ম আহ্বায়ক এবং জেলা শাখার সভাপতি আজিজুর রহমান ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য এবং নড়াইল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস বিলো দলীয় মনোনয়ন পেতে পারেন বলে জানা গেছে।
বাংলাদেশ ইউপি চেয়ারম্যান সমিতির যুগ্ম আহ্বায়ক এবং জেলা শাখার সভাপতি আজিজুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমি বার বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দীর্ঘদিন যাবৎ মানুষের সেবা করে আসছি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিরলস ভাবে কাজ করছি। সভানেত্রীর কাছে দলীয় মনোনয়ন চেয়েছি, আশা করছি দল আমাকে মনোনয়ন দেবে।’
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী বার্তা২৪.কমকে বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ সংগঠনের দায়িত্ব পালন করছি। দলকে সংগঠিত করতে প্রতিটি ইউনিয়নে সভা-সমাবেশ করেছি। সভানেত্রী শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন চাইব, দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে নির্বাচন করব। দলীয় মনোনয়ন পেলে আমি জয়ী হব।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বার্তা২৪.কমকে বলেন, ‘আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুবলীগ ও বর্তমানে জেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করছি। দলের দুর্দিনেও কাছে ছিলাম। দলের অবদানের কথা বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দেবেন বলে আমি শতভাগ আশাবাদী। দলীয় মনোনয়ন পেলে আমি জয়ী হব।’