আ'লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪ | 2023-08-25 17:46:16

লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে আদিতমারী থানার উপ পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র বাদি হয়ে ১৪জনের নামসহ অজ্ঞাতনামা এক থেকে দেড়শত জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

এর আগে, রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতদের মধ্যে নির্দোষ একজনকে ছেড়ে দিয়ে বাকি ৫জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কামরুজ্জামান (২৫), ছাদেকুল ইসরাম রনি(২৩), রুবেল মিয়া (৩৫), ওমর ফারুক(৩০) ও হাফিজুল ইসলাম(২৫)।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের কয়েক দফা সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় উপ পরিদর্শক(এসআই) প্রদীপ চন্দ্র বাদি হয়ে ১৪ জনের নামসহ অজ্ঞাতনামা দেড়শত জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর