প্রতারণার দায়ে নড়াইলে নাজমা বেগম (৪০) নামে এক নারীকে ৪ মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার (১১ ফেব্রুয়ারি) নড়াইল প্রথম যুগ্ম জেলা দায়রা জজ-১ আদালতের বিচারক আবু বক্কার সিদ্দিকী এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, তিন বছর আগে নড়াইলের কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের মোশারেফ শেখের কাছ থেকে পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের প্রবাসী খাজা মিয়া শেখের স্ত্রী নাজমা বেগম জমি কেনার জন্য দেড় লাখ টাকা ধার নেন। পরে মোশারেফ শেখকে ওই টাকার বিপরীতে একটি দেড় লাখ টাকার চেক প্রদান করেন নাজমা বেগম। কিন্তু তার সোনালী ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকায় নড়াইল আদালতে মামলা করেন মোশারেফ শেখ।
বাদী পক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী। তিনি জানান, প্রতারণার দায়ে নাজমা বেগমকে ৪ মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।