পটুয়াখালীর কলাপাড়ার পূর্ব টিয়াখালীতে নির্মাণাধীন বৈদ্যুতিক টাওয়ার থেকে নিচে পড়ে গিয়ে মোয়াজ্জেম হোসেন মিজান নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি হবিগঞ্জ জেলায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইনের জন্য বৈদ্যুতিক টাওয়ারে উঠে কাজ করছিলেন মোয়াজ্জেম হোসেন মিজান। এ সময় প্রায় ২শ ফিট উপর থেকে সেফটি বেল্ট ছিঁড়ে নিচে পড়ে গিয়ে মারা যান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।