ভালোবাসা দিবসে ব্যতিক্রম আয়োজন ওদের

রাজবাড়ী, দেশের খবর

সোহেল মিয়া, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজবাড়ী, বার্তা ২৪.কম | 2023-09-01 11:40:09

তারুণ্যের অনাবিল আনন্দ আর বিশুদ্ধ উচ্ছ্বাসে সারা বিশ্বের মতো আমাদের দেশের তরুণ-তরুণীরাও মেতে উঠবে বিশ্ব ভালোবাসা দিবসে। নীল খামের উপর হালকা লিপস্টিকের দাগ, ভেতরে ছোট একটি চিরকুট, প্রিয় মানুষটির জন্য সাধ্যমত উপহার আর ফুটন্ত একটি লাল গোলাপ সৌরভ ছড়াবে এদিন প্রেমিকের মনে। দিনটিকে ঘিরে তরুণ-তরুণীরা নানা ধরণের কর্মসূচি পালন করে থাকলেও এবারের ভালোবাসা দিবসটিকে ঘিরে ব্যতিক্রম এক আয়োজন করেছে রাজবাড়ীর বালিয়াকান্দির মানবতার মাতৃসদন নামে একটি সামাজিক সংগঠনের তরুণরা।

'ভালোবাসা দিয়ে বাঁচান প্রাণ, ১৪ ফেব্রুয়ারি করুণ রক্ত দান।' এই স্লোগান বুকে ধারণ করে ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচির ঘোষণা করেছে সংগঠনটির প্রতিষ্ঠাতা মো: শফিকুল ইসলাম। কর্মসূচির মধ্যে রয়েছে, বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ফ্রি ডেন্টাল চেকআপ এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

আর এবারের এই কর্মসূচি পালিত হবে কালজয়ী উপন্যাস বিষাদ-সিন্ধু’র রচয়িতা প্রখ্যাত সাহিত্যিক মীর মশাররফ হোসেনের নামে প্রতিষ্ঠিত নবাবপুর ইউনিয়নের সোনাপুরে অবস্থিত মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এবং কালুখালী উপজেলার মাঝবাড়ী জাহানারা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মো: শফিকুল ইসলাম বার্তা ২৪. কমকে জানান, '২০১৮ সালে আমরা প্রথমে পাঁচ বন্ধু মিলে নিজেদের টিউশনির টাকা খরচ করে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় করা শুরু করি। এ পর্যন্ত আমরা মোট ৪টি প্রোগ্রাম করতে সক্ষম হয়েছি। এরই মধ্যে আমরা দুই হাজার মানুষের রক্তের গ্রুপিং নির্ণয় ও প্রায় ৬০ জন মূমূর্ষ রোগীর রক্তদানে সহায়তা করেছি। এখন আমাদের সংগঠনের রক্তদাতার সংখ্যা ৬০ জন।'

এসময় তিনি আরও বলেন, 'বিশ্ব ভালোবাসা দিবসটিকে সামনে রেখে আমরা তরুণরা এবার ব্যতিক্রম কিছু কর্মসূচির আয়োজন করেছি। এই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম রেজা।'

ভালোবাসা দিবসে এ ধরণের ব্যতিক্রম আয়োজনকে সাধুবাদ জানিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যার মো: আবুল কালাম আজাদ বার্তা ২৪. কমকে বলেন, 'আমাদের দেশে সাধারণত এ দিনটিকে ঘিরে বেশি উচ্ছ্বাস দেখা যায় তরুণ-তরুণীদের মধ্যে। শুধু ঘোরাঘুরি করেই নয় এই দিনটিতেও যে ভালো কিছু করা যায় সেটিরই বাস্তব প্রমাণ এই সংগঠনের তরুণেরা। তাদের এই ব্যতিক্রম আয়োজনকে আমি স্বাগত জানাই।'

এ সম্পর্কিত আরও খবর