‘জীবন রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বিজিবি’

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 20:35:24

ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় জব্দকৃত গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় চোরাকারবারী ও বিজিবির সদস্যেদের মাঝে হতাহতের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাত ১০টায় বিজিবি ক্যান্টিনে সংবাদ সম্মেলনে উক্ত হতাহতের ঘটনার বিষয়ে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল তুহিন মো: মাসুদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘চোরাকারবারীরা পরিকল্পনামূলকভাবে জব্দকৃত গরু বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধারালো দেশিয় অস্ত্র নিয়ে বিজিবির সদস্যদের ওপর হামলা করলে নিজেদের জীবন রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বিজিবি।’

তিনি বলেন, ‘বিজিবির ছোড়া গুলিতে তিন চোরাকারবারী নিহত হন ও পাঁচ জন বিজিবির সদস্য আহত হন। উক্ত ঘটনায় ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে।’

এই ঘটনায় হরিপুর বেতনা সীমান্তের বহরমপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিজিবি সদস্যেদের বিচার দাবি করেন নিহতদের পরিবার ও এলাকাবাসী।

অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছেন জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম।

উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টায় ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় বিজিবির জব্দকৃত গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় চোরাকারবারি ও বিজিবি'র সংর্ঘষের সময় গুলিতে তিন জন নিহত ও ১৬ জন গুলিবিদ্ধ হন। এ সময় বিজিবির পাঁচ সদস্য আহত হন। গুলিবিদ্ধরা দিনাজপুর মেডিকেল কলেজ ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর