নোয়াখালীতে ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নোয়াখালী, বার্তা২৪ | 2023-08-30 21:46:37

ফেনী-নোয়াখালী মহাসড়কের ছমিরমুন্সীর হাট বাজারে ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সেনবাগ ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রক্তিম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের এসডিই প্রকৌশলী মো. শামছুদ্দোহা, সেনবাগ থানা পুলিশ, পল্লীবিদ্যুত বিভাগ ও বনবিভাগের কর্মকর্তারা। জেলা প্রশাসনের দিকনির্দেশনায় এ অভিযান তদারকি করেন সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল।

সওজ বিভাগের এসডিই প্রকৌশলী মো. শামছুদ্দোহা বলেন, 'চৌমুহনীর চৌরাস্তা থেকে মহিপাল পর্যন্ত সওজ বিভাগের সড়ক ফোর লাইন করা হবে। ইতোমধ্যে সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা ৭০টি ব্যবসা প্রতিষ্ঠান ডিসির নির্দেশনায় বুলডোজার দিয়ে অপসারণ করা হয়েছে। অন্যান্য সব অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।’

 

এ সম্পর্কিত আরও খবর