হরিপুরে হত্যাকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, দিনাজপুর, বার্তা২৪.কম | 2023-09-01 13:45:46

ঠাকুরগাঁওয়ের হরিপুরের বরমপুর গ্রামে বিজিবি’র গুলিবর্ষণ ও হতাহতের প্রতিবাদ জানিয়ে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রেসক্লাবের সামনে ‘দিনাজপুরে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ শীর্ষক ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন দিনজাপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. ওমর ফারুক বাহাদুর, কে. বি. এম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শাহীন আলম, আদর্শ কলেজের শিক্ষার্থী মোছা. নুর জাহান প্রমুখ।

তারা বলেন, দেশের সুরক্ষা যাদের হাতে, তাদের দ্বারা এই হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানাই।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিজিবি’র জব্দকৃত গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় চোরাকারবারি ও বিজিবি'র মধ্যে সংর্ঘষ হয়। এতে গুলিতে তিনজন নিহত ও ১৬ জন গুলিবিদ্ধ হন। এ সময় বিজিবি’র পাঁচ সদস্য আহত হন।

এ সম্পর্কিত আরও খবর