হরিপুরের হত্যাকাণ্ডের বিচার চান এলাকাবাসী

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও, বার্তা২৪.কম | 2023-08-19 02:58:32

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরামপুর গ্রামে বিজিবি’র সাথে সংঘর্ষে হতাহতের ঘটনায় জড়িতদের বিচার চান এলাকাবাসী। এই দাবিতে বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ওই গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সর্বস্তরের মানুষ। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এতে।

মানববন্ধনে স্থানীয়দের পাশাপাশি নিহতদের স্বজনরাও বক্তব্য দেন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারগুলোকে ২০ হাজার টাকা করে সাময়িক সহযোগিতা দিয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিজিবি’র জব্দকৃত গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় চোরাকারবারি ও বিজিবি সদস্যদের মধ্যে সংর্ঘষ হয়। এতে গুলিতে তিনজন নিহত ও ১৬ জন গুলিবিদ্ধ হন। এ সময় বিজিবি’র পাঁচ সদস্য আহত হন।

এ সম্পর্কিত আরও খবর