চিংড়িতে বিষাক্ত জেলি, জেল-জরিমানা

চাঁদপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর, বার্তা২৪.কম | 2023-08-08 13:12:35

চিংড়ি মাছে মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলি মেশানোর দায়ে চাঁদপুরের বিপনিবাগ বাজারের দুই বিক্রেতার ১০ হাজার টাকা জরিমানাসহ দু’দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাহী অফিসার মঈনুল ইসলাম এ আদেশ দেন। এ সময় জেলি মেশানো দুই মণ চিংড়ি মাছ মাটিতে পুঁতে ফেলা হয়।

এর আগে লঞ্চঘাটের হোটেলগুলোতে পরিদর্শন করে নোংরা ও পচা বাসি খাবার বিক্রয়ের অপরাধে একটি হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় লঞ্চঘাটের অবৈধভাবে বেদখলকৃত কিছু জায়গা উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরে আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল, আজিজুন্নাহার, বিআইডব্লিউটিএ’র টিআই সুমন ব্যাটালিয়ান আনসার এবং পুলিশ সদস্যবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর