খাদ্যে ভেজাল, কারখানা মালিকের জেল

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪.কম | 2023-08-31 23:47:18

লালমনিরহাটের হাতীবান্ধায় ভেজাল খাদ্য তৈরির দায়ে মক্কা বেকারি নামে একটি রুটি কারখানার মালিক মামুনুর রশিদ মামুনকে (৩৮) ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সামিউল আমিন এ কারাদণ্ড দেন। মামুনুর রশিদ মামুন ওই উপজেলার দ.গড্ডিমারী গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

জানা গেছে, মামুনুর রশিদ মামুন দীর্ঘদিন ধরে তার বেকারিতে ভেজাল খাদ্য তৈরি করে আসছিল। বৃহস্পতিবার হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন এমন সংবাদে সেখানে অভিযান চালায়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই বেকারির মালিক মামুনুর রশিদ মামুনকে ২ মাসের কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের নেতৃত্বে ওই রুটি-বিস্কুটের কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। খাদ্যে বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের দায়ে বেকারি মালিক মামুনুর রশিদ মামুনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত মামুনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর