কক্সবাজারে আধিপত্য নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১০

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা ২৪.কম | 2023-08-03 08:00:00

কক্সবাজার শহরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দশজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১৫ জন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- মো. তৈয়বের ছেলে মো. শাহজাহান (২৮), আবদুস সোবহানের ছেলে নাজমুল (৩৫), ফজল করিমের ছেলে মো. সাকিব (১৭), সব্বির আহমদের ছেলে মো. জাহেদ (২২), নুরুল হকের ছেলে মো. নাহিদ, আমান উল্লার ছেলে শাসুদ উল্লাহ বাহাদুর, মোতালেবের ছেলে মো. তুহিন (১৯), লতিফ (১৮), দিদার (৪০) ও শাহিন। এছাড়া আরও পাঁচজন আহত হয়েছে। তারা সবাই দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে আরিফ ও আমির খান নামে দুইজনের আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সন্ধ্যায় দু'গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১৫ জন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর