'ভালোবাসা চাই, কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না।’ ব্যতিক্রমী এসব স্লোগান নিয়ে মিছিল করেছেন পটুয়াখালী সরকারি কলেজের কিছু শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে ‘সিঙ্গেল অ্যাসোসিয়েশন, পটুয়াখালী সরকারি কলেজ’ -এর ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন।
তাদের এই আয়োজনে কলেজের কয়েকজন শিক্ষককেও দেখা যায়! সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের এই আয়োজনের ছবি ভাইরাল হয়।