আমবয়ানে শুরু বিশ্ব ইজতেমা

গাজীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাজীপুর, বার্তা২৪.কম | 2023-08-28 17:38:36

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আনুষ্ঠানিকভাবে চার দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হয়েছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে এ ইজতেমা শুরু হয়। এ আমবয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আর বাংলাদেশের নোয়াখলীর মাওলানা নূরুর রহমান তা বাংলায় তরজমা করেন।

জানা গেছে, ইজতেমাস্থলে মূল বয়ান উর্দূতে হলেও তাৎক্ষণিকভাবে ২৪টি ভাষায় তা তরজমা হচ্ছে। ময়দানে বয়ান, জিকির ও তালিমে মগ্ন রয়েছেন মুসল্লিরা। দুপুর দেড়টায় টঙ্গীর ইজতেমা ময়দানে বৃহত্তর জুমা’র নামাজ অনুষ্ঠিত হবে। কাকরালাইলের মাওলানা মো. জোবায়ের এতে ইমামতি করবেন।

এছাড়া শনিবার মাওলানা জোবায়ের পন্থীদের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। রোববার থেকে মাওলানা সা’দ পন্থীদের পরিচালনায় ইজতেমা ফের শুরু হবে। সোমবার মাওলানা সাদ পন্থীদের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।

এদিকে ইজতেমা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মো. মাহফুজুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর