শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে সেতুটির দুই পাশে অন্তত দুই শতাধিক গাড়ি আটকে আছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। এছাড়া কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছে গাড়ির চালকরা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মহিষার ইউনিয়নের জাজিয়াহার খালের উপর নির্মিত এ সেতুর পূর্ব পাশের স্টিলের প্লেট ভেঙে পড়ে। শনিবার দুপুর পর্যন্ত তা মেরামত করা সম্ভব হয়নি।
জানা গেছে, গত রাতে রেলের স্লিপারভর্তি একটি ট্রাক ওই সেতুটি পার হওয়ার সময় দুটি প্লেট ভেঙে যায়। তখন ট্রাকটি সেতুতে আটকে যায়। শনিবার সকাল ১০টার দিকে সেতু থেকে ট্রাকটি নামানো হয়। কিন্তু সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ২৭ কিলোমিটার এলাকায় পাঁচটি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ। তার একটি জাজিয়াহার এলাকায়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সেতুগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় ১০ টনের অধিক ভারী যানবাহন সেতুতে না ওঠার জন্য সাইনবোর্ড ঝুলিয়েছে সড়ক বিভাগ। কিন্তু তা উপেক্ষা করে ৩৫ থেকে ৪০ টন মালামাল নিয়ে সেতু পার হয় পণ্যবাহী ট্রাক। সেতু পাঁচটি সংস্কারেরও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
ট্রাকচালক সালেক সরদার জানান, বেনাপোল থেকে ট্রাকভর্তি রেলের স্লিপার নিয়ে কুমিল্লা যাওয়ার পথে বেইলি সেতুটির প্লেটের নাট খুলে যায় এবং ট্রাকটির বাঁ পাশের চাকা দেবে যায়।
আটকে পড়া গাড়িচালক সোহাগ শেখ, ওসমান শেখ ও মনির হোসেন জানান, তারা চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে খুলনায় যাচ্ছেন। সেতুটি ভেঙে পড়ায় আবার চট্টগ্রাম ফিরে যেতে হবে কিনা সে চিন্তায় আছেন।
শরীয়তপুর সওজের উপসহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, একটি ট্রাক প্রয়োজনের চেয়ে বেশি মাল বহন করে সেতুটির ওপর দিয়ে যাওয়ার সময় সেটি ভেঙে যায়। এতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। সেতু থেকে ট্রাকটি নামাতে পারলেও ওই ট্রাকের মালামাল সেতুতে রয়েছে। যত দ্রুত সম্ভব সেতুটি মেরামতের ব্যবস্থা করা হবে। বিকেলের মধ্যেই যানবাহন চলাচলের উপযোগী করা হবে।