নোয়াখালীর সেনবাগ থেকে অস্ত্র আইনে ওয়ারেন্টভুক্ত আসামি মো. মহিব উল্যাহকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট পশ্চিম বাজার প্রিয়া স্টিল হাউজ নামক স্থান থেকে মহিব উল্যাহকে গ্রেফতার করা হয়।
মহিব ওই উপজেলার রাজারামপুর গ্রামের মো. হাবিবুল্যাহর ছেলে। তিনি নোয়াখালীর কবিরহাট থানার (মামলা নং-০৫(৬)১৭ ইং, জি আর নং-১১২১/১৭, ধারা ১৯৭৮) অস্ত্র আইনের ১৯(১) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নোয়াখালীর সেবার হাট পশ্চিম বাজার এলাকায় প্রিয়া স্টিল হাউজ নামক স্থানে মহিব অবস্থান করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি প্রণব কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।