ময়মনসিংহে ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ময়মনসিংহ, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, ময়মনসিংহ (গৌরীপুর), বার্তা ২৪.কম | 2023-08-25 10:05:48

ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়নে ঝড় ও শিলাবৃষ্টিতে তিন গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া, ফসলের জমিসহ বাঁশঝাড় ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতে সহনাটি ইউনিয়নে প্রচণ্ড বেগে ঝড় ও শিলাবৃষ্টি হয়। ঝড়ের তাণ্ডবে ইউনিয়নের সরিষাহাঁটি, ভাঙ্গুরিহাঁটি ও সহনাটি গ্রামে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ির বিধ্বস্ত হয়। বাতাসে উড়ে যায় ঘরের চাল, বেড়া ও আসবাবপত্র। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে রয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টির কারণে গ্রামগুলোর বোরো ফসল ক্ষেত প্রায় নষ্ট হয়ে গেছে।

সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘ঝড়ের আঘাতে তিনটি গ্রামের কমপক্ষে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শিলাবৃষ্টিতেও বোরো ধানের অনেক ক্ষতি হয়েছে। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।’

উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার বলেন, ‘শিলাবৃষ্টিতে উপজেলার কোথাও বোরো ফসলের ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো আমাদের কাছে আসেনি। কয়েকটি গ্রামে ঝড় ও শিলাবৃষ্টিতে গাছপালা ও বাঁশঝাড়ের ক্ষতি হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর