মজুরি বৃদ্ধি, নিয়োগপত্র, পরিচয় পত্র, ওভারটাইম ভাতাসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছেন কনফেকশনারি শ্রমিক ইউনিয়ন। দাবি মানা না হলে তারা সারাদেশের সব কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।
রোববার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে ঢাকা রুটি, বিস্কুট ও কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের সভাপতি অহিদুর রহমান এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমাদের মজুরি বৃদ্ধি, নিয়োগপত্র, পরিচয়পত্র ও ওভারটাইম ভাতা দেওয়ার জন্য মালিক সমিতিকে জানানো হলেও তারা কোনও প্রকার কথা বলেনি। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। যদি তার আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আমরা সারাদেশের সব কারখানা বন্ধ করে দেয়ার ঘোষণা দিব।’
তিনি আরও বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে রুটি বিস্কুট মালিক সমিতির শ্রমিকদের দাবি সরকার না মানলে শ্রমিকরা শ্রম মন্ত্রণালয় ঘেরাও করবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আমিরুল হক আমিন, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন।